২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যকে ‘অতি উচ্চাভিলাষী’ এবং বাস্তবায়ন অযোগ্য বলে মন্তব্য করেছেন রেপিড (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট)-এর চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক।
পাকিস্তানের পর এবার ইসরায়েলের পারমাণবিক দ্বিচারিতা প্রশ্নের মুখে
শনিবার (২১ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ড. রাজ্জাক বলেন, আগামী অর্থবছরের বাজেটে ট্যাক্স-জিডিপি অনুপাত ৮ শতাংশ নির্ধারণ করা হলেও এনবিআরের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে তা ১০.৫ শতাংশে উন্নীত করা। তবে রেপিডের মতে, এই অনুপাত কমপক্ষে ১৫ শতাংশ হওয়া উচিত। এজন্য তিনি করের আওতা বাড়িয়ে অন্তত ১ কোটি মানুষকে করজালের আওতায় আনা এবং সবাইকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার সুপারিশ করেন।
তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নত দেশগুলোর তুলনায় বরাদ্দ অত্যন্ত কম। বাংলাদেশ বর্তমানে একটি ঋণচক্রে রয়েছে, যেখানে পুরোনো ঋণ শোধ করতে নতুন করে ঋণ নিতে হচ্ছে—এটি অর্থনীতির জন্য অশুভ লক্ষণ।
মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
অর্থনৈতিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার না ঘটলে জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি এবং এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
Leave a Reply