শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএমএল)-এর উৎপাদন ক্ষমতা বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে।
অনুকূল পরিবেশে’সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ভারত:পররাষ্ট্র মন্ত্রণালয়
আজ রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএমএলের অতিথি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কেপিএমএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, “দেশে কাগজের চাহিদা অনেক। বিদেশ থেকে আমদানি না করে দেশে উৎপাদন বাড়াতে হবে। কেপিএমএলের উন্নয়ন কার্যক্রম দ্রুত শুরু হবে। দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদনক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, কেপিএমএলের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কেপিএমএল সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে: অধ্যাপক মুহাম্মদ ইউনূস
মতবিনিময় সভা শেষে উপদেষ্টা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
Leave a Reply