নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ফেব্রুয়ারিতে ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বরিশাল নগরীর জেলখাল, পোর্ট রোড ও নদীবন্দর এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “উপদেষ্টা পরিষদ একেবারেই স্পষ্ট। ফেব্রুয়ারিতে যে সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে, সঠিক সময়েই নির্বাচন হবে। যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন, তারা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করবেন বলে আশা করি।”
তিনি আরও বলেন, অতীতে যে ধরনের সরকার হয়েছে, ভবিষ্যতে তেমনটি হবে না। এ নির্বাচন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন জানান, সামান্য অবনতি থাকলেও তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। “নির্বাচনের সময় পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকবে,” বলেন তিনি।
এর আগে সকালে তিনি লঞ্চযোগে বরিশালে পৌঁছে জেলা প্রশাসন আয়োজিত বৈঠকে বিভাগীয় প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে নগরীর বিভিন্ন চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন।
এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply