রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় সন্তানের জন্ম দেন মোকসেদা আক্তার। জন্মের পরপরই একটি নবজাতক মারা যায়। পরদিন সোমবার দুপুরের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও চার নবজাতকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।
মোকসেদার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। তার স্বামী মো. হানিফ বর্তমানে কাতারে প্রবাস জীবন কাটাচ্ছেন। মোকসেদার ননদ লিপি বেগম জানান, “এখনো একটি শিশু বেঁচে আছে, তবে তার অবস্থাও আশঙ্কাজনক।”
ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা যায়, ছয় নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে ছিল। তারা সবাই গর্ভের ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়— যা ‘প্রিম্যাচিউর বেবি’ হিসেবে পরিচিত। প্রত্যেকের ওজন ছিল মাত্র ৬০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। ফলে জন্মের পর থেকেই তারা সংকটজনক অবস্থায় ছিল।
Leave a Reply