বৃহস্পতিবার (১ মে) দুপুরের পর ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের পর থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকা শহরের বিভিন্ন এলাকা এবং শহরের পূর্বাঞ্চলের উপজেলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা উত্তর জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া একই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান এই আবহাওয়াবিদ।
Leave a Reply