টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় দীর্ঘ ১১ বছরের সম্পর্কের পর ফের শিরোনামে। ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা, আগামী বছরই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই তারকা। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বনি নিজেই।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বনি বলেন, “বিয়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রশ্ন করা হয়েছিল, কবে বিয়ে করছি—আমি বলেছি, এই বছর সম্ভব নয়। কাজের চাপ রয়েছে। তাছাড়া সদ্য একটি নতুন ফ্ল্যাট বুক করেছি। সেটি রেডি না হওয়া পর্যন্ত বিয়ের কথা ভাবছি না।” তার দাবি, এই মন্তব্য থেকেই ভুল ব্যাখ্যার সূত্রপাত হয়েছে। বাস্তবে তাদের মধ্যে এখনো বিয়ে নিয়ে কোনো আলোচনাই হয়নি।
এই মুহূর্তে কৌশানীর ক্যারিয়ার তুঙ্গে। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’ ও ‘কিলবিল সোসাইটি’-র মতো জনপ্রিয় প্রজেক্টে তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি, এই ছবির গানগুলোও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। অন্যদিকে, বনি নিজেও একাধিক প্রজেক্টে ব্যস্ত, যদিও অনেকেই মনে করছেন কৌশানীর তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি।
এ নিয়েই কিছু সমালোচনার মুখে পড়েছেন বনি। অনেকের দাবি, তিনি নাকি কৌশানীর সাফল্যে ঈর্ষান্বিত। বিষয়টি নিয়ে বনি বলেন, “এ নিয়ে আমি শুধু হাসতে পারি। দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। কৌশানী সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেছে—এটাই বড় কথা। ওর খারাপ সময়ে পাশে ছিলাম, তাহলে ভালো সময়ে কেন থাকব না? কারা এসব ভাবছে জানি না। তবে কেউ যদি এসব বলে কিছু ভিউ পায়, আপত্তি নেই।”
Leave a Reply