মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ মে) দুপুরে স্থানীয় মাধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ন শীল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গত পাঁচ বছর ধরে ভারতের আসামে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিকভাণ্ডারে এনে বিএসএফের হাতে তুলে দেয়। প্রায় ৩০০ জনের একটি দল ছিলো তাদের সঙ্গে। বিএসএফ ওই দল থেকে কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ করে বাংলাদেশে প্রবেশ করায়। তবে বাকিদের কোন সীমান্তে নেওয়া হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত তথ্য জানাতে পারেননি।
এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মাধবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্যা বিনা রানী দেব জানান, বিজিবি আটকদের থানায় পাঠানোর জন্য গাড়িতে তুলছিল, সে সময় তিনি উপস্থিত ছিলেন। তবে পরে তিনি তাদের সঙ্গে থানায় যাননি।
Leave a Reply