চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় তার সঙ্গে আরও ১৬ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা এবং অভিনেতা জায়েদ খান।
মামলাটি দায়ের করেন এনামুল হক নামের একজন ব্যক্তি, যিনি ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে এবং সরকারকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে ফারিয়া আর্থিক সহায়তা দিয়েছেন, যা মামলার অন্যতম ভিত্তি।
আসামিকে আজ (সোমবার) আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply