রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন রাজাপুর গ্রামের বাসিন্দা মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির এবং মো. মোসলেম মোল্লা।
পুলিশ জানায়, ১৮ মে বিকেলে রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন ও এএসআই শেখ আবুল হাশেম রাজাপুর এলাকায় একটি হত্যা মামলার তদন্তে গেলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। ওই সময় মানববন্ধন চলাকালে আসামিদের বাড়িঘরে ভাঙচুর শুরু হলে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে উত্তেজিত লোকজন তাদের ওপর লাঠিসোঁটা ও ইট নিয়ে হামলা করে।
হামলার সময় মনির হোসেন ইট এবং মোসলেম মোল্লা লোহার রড দিয়ে এসআই সাব্বির হোসেনকে গুরুতর জখম করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত এসআইকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মনির হোসেন ও মোসলেম মোল্লাকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply