তরুণরাই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ—এমন বিশ্বাস থেকেই তরুণ জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থই আমাদের একমাত্র অগ্রাধিকার।”
সরকারকে বিএনপি দিয়েছে ১৬ হাজার মামলার তালিকা, জামায়াত ও হেফাজতেরও তালিকা জমা
তারেক রহমান আরও বলেন, “আর শুধু কথার রাজনীতি নয়—আগামী দিনের রাজনীতি হবে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ গঠনের রাজনীতি। আমরা চাই বাস্তবায়ন এবং জনগণের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনার রাজনীতি।”
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে পরিবারের নারীপ্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করবে। কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালু করাও দলের একটি প্রধান অগ্রাধিকার হবে বলে জানান তিনি।
মোদি সরকারের মন্তব্যে‘উদ্বেগজনক’দ্বিপাক্ষিক সম্পর্ক:পাকিস্তানের প্রতিক্রিয়া
নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তারেক রহমান বলেন, “জনগণের বিশ্বাস যাতে ক্ষুণ্ন না হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে সংবেদনশীল ও নিরপেক্ষ আচরণ করতে হবে। যারা ক্ষমতায় থাকতে চান, তাদের উচিত পদত্যাগ করে জনগণের কাতারে এসে নির্বাচনে অংশগ্রহণ করা।”
তিনি ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিও জানান।
Leave a Reply