সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। উচ্চ আদালত আগামী ২ জুন এ মামলার রায় ঘোষণা করবেন।
সীমান্তে পুশইন চক্রান্তমূলক:সারজিস আলম
বৃহস্পতিবার (২৯ মে) বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ওসি প্রদীপ কুমার দাশ এবং লিয়াকত আলীর মৃত্যুদণ্ডসহ বিচারিক আদালতের দেওয়া সম্পূর্ণ রায় বহাল রাখার দাবি জানান। এর আগে রাষ্ট্রপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ড. সালেহউদ্দিন আহমেদ ২ জুন জাতীয় বাজেট উপস্থাপন করবেন
আলোচিত এই মামলার রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ২০২২ সালের ৩১ জানুয়ারি। রায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি ছয় আসামিকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। অন্যদিকে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রাষ্ট্রপক্ষ ডেথ রেফারেন্স দাখিল করে।
Leave a Reply