পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা ঘাট এলাকায় যমুনা নদীতে গোসলে নেমে উৎসব কর্মকার (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সংখ্যা বেশি হওয়ায় তদন্তে দেরি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিখোঁজ উৎসব কর্মকার বেড়া উপজেলার নতুন পেঁচাকোলা গ্রামের বাসিন্দা উত্তম কর্মকারের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে গ্রামে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হন।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে উৎসব তার মায়ের সঙ্গে যমুনা নদীর পেঁচাকোলা ঘাটে গোসলে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় সে। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়েও উৎসবের খোঁজ মেলেনি।
সংখ্যা বেশি হওয়ায় তদন্তে দেরি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুবায়ের রহমান বলেন, “আমাদের ডুবুরি দলের অভিযান চলমান রয়েছে। নিখোঁজকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। উদ্ধার করা গেলে সঙ্গে সঙ্গে জানানো হবে।”
Leave a Reply