দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লতিফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ, ১ জুলাই। তিনি ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
লতিফুর রহমান ছিলেন দেশের সর্বাধিক পঠিত বাংলা দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর অন্যতম উদ্যোক্তা। সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি দেশের ব্যবসায়িক জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা পাঁচ বছর তিনি সর্বোচ্চ করদাতার সম্মাননা অর্জন করেন।
২০১২ সালে নরওয়েভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন তাঁকে সম্মানজনক অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড-এ ভূষিত করে। এই পুরস্কার তাঁর ব্যবসায়িক নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের আন্তর্জাতিক স্বীকৃতি।
সরকারি চাকরিতে ফাঁকা পড়ে আছে বিপুল সংখ্যক পদ
লতিফুর রহমানের আদর্শ, নেতৃত্ব ও কৃতিত্ব আজও দেশের করপোরেট জগতে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
Leave a Reply