সিলেটের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি ব্যাটারি চালিত মিনি জিপ তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন। নিজস্ব উদ্ভাবনী শক্তি, চেষ্টা আর নিষ্ঠা দিয়ে তৈরি এই যানটি এখন সবার আগ্রহের কেন্দ্রে।
জলভেজা
জাহাঙ্গীর জানান, কোনো ধরনের আনুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ ছাড়াই তিনি এই চার চাকার যানটি তৈরি করেছেন। পুরোনো গাড়ির যন্ত্রাংশ, শক্তিশালী ব্যাটারি ও মোটর ব্যবহার করে গাড়িটিকে প্রস্তুত করেছেন নিজের জমানো টাকা ও কিছু ধারদেনার মাধ্যমে। গাড়িটির নির্মাণ ব্যয় হয়েছে মাত্র ১ লাখ ৪২ হাজার টাকা।
চারশো কেজি ওজনের এই যানটি ৭–৮ জন যাত্রী বহনে সক্ষম। এতে একটি পূর্ণাঙ্গ গাড়ির প্রায় সব ধরনের সুবিধাই রয়েছে। স্থানীয়ভাবে একে ‘মিনি জিপ’ নামে অভিহিত করা হচ্ছে।
এক সময় গাড়ির সহকারীর কাজ দিয়ে কর্মজীবন শুরু করা জাহাঙ্গীর বর্তমানে একটি জিমে টেকনিশিয়ান হিসেবে কর্মরত। অবসরের সময়টুকু কাজে লাগিয়ে তিনি এই ব্যতিক্রমধর্মী উদ্ভাবন করেছেন।
তিনি বলেন, “পরিবারের সহযোগিতা ছাড়া এই গাড়িটি তৈরি করা আমার পক্ষে সম্ভব হতো না। সরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু করতে পারি। ভবিষ্যতে এই মিনি জিপে ইঞ্জিন সংযোজন করার পরিকল্পনাও রয়েছে আমার।”
নরসিংদীতে জালিয়াতি করে প্রকল্পের ৫২ লাখ টাকা আত্মসাৎ,গ্রেপ্তার ২
শুধু গাড়ি তৈরি নয়, জাহাঙ্গীরের স্বপ্ন আরও বিস্তৃত। তিনি বলেন, “সুযোগ ও সহযোগিতা পেলে আমি ভবিষ্যতে বিমান তৈরিরও স্বপ্ন দেখি।”
Leave a Reply