রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে,হাসনাত আবদুল্লাহ
প্রায় ৫০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের ছাদ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর রাজধানীর বেইলি রোডেই গ্রিন কোজি কটেজ নামের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় ৪৬ জনের প্রাণহানি হয়েছিল।
Leave a Reply