সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। রোববার (১৮ মে) অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি।
ম্যাচের শুরুতেই গোলরক্ষক মাহিনের একটি ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠ থেকে ভারতের অধিনায়ক সিঙ্গামায়ান শামির নেওয়া লম্বা শটে হতভম্ব হন তিনি। এরপর গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালায়।
বিরতির পর ৬১ মিনিটে জয় আহমেদের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতায়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় লাল-সবুজের যুবারা।
এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ড্র ও ভুটানকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। সেমিফাইনালে নেপালকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।
উল্লেখযোগ্য, গত আসরে নেপালকে পরাজিত করে শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
Leave a Reply