সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে। মঙ্গলবার (২৭ মে) ভোররাতে কুষ্টিয়া জেলায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন আইএসপিআরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদ—উভয়েই “সেভেন স্টার” নামক কুখ্যাত সন্ত্রাসী দলের নেতা এবং সরকারের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম।
সুব্রত ও মাসুদকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও দুই সহযোগী—শ্যুটার আরাফাত ও শরীফ—কে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন।
বুধবার সকালে মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযানটি পরিচালনা করা হয় এবং কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply