নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) বিকেল ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‘দ্রৌপদীর শাড়ি’ থিমে মিথিলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্নিগ্ধ লুক
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– সিএনজিচালিত অটোরিকশার চালক বাবু, যাত্রী শহিদুল ইসলাম (ঢাকার বাসিন্দা) ও সাগর। অপর নিহত একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাজশাহী থেকে নাটোরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বনবেলঘড়িয়া বাইপাসে পৌঁছালে বিপরীতমুখী সিরাজগঞ্জ থেকে আসা ‘রাব্বি’ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
যুক্তরাজ্যে সামরিক ঘাঁটিতে হামলা: ইসরায়েলের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ
এ ঘটনায় বাসচালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply