জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ৩০ লাখেরও বেশি। নিয়মিত নিজের কাজ ও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
সেই ধারাবাহিকতায় এবার বাবা-মায়ের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন মাহি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,
‘আমি সেই ভাগ্যবান, যে বাবা-মায়ের কাছে থাকতে পারি। হ্যাঁ, এর মানে হলো সারাক্ষণ মেডিকেল রিপোর্ট নিয়ে দৌড়ানো, হাসপাতাল যাওয়া আর সবকিছুর খেয়াল রাখা। কিন্তু সত্যি বলতে, এর বিনিময়ে আর কিছুই চাই না। যেভাবে একসময় তারা আমার হাত ধরে ছিলেন, আজ আমিই তাদের হাত ধরে আছি— এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, হাসপাতালের এক কক্ষে বাবা-মায়ের পাশে বসে আছেন মাহি। একটি ছবিতে আবার মায়ের কাঁধে মাথা রেখে আছেন তিনি।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। ভক্তরা প্রশংসা করেন মাহির দায়িত্বশীলতা ও বাবা-মায়ের প্রতি তার ভালোবাসার প্রকাশকে।
Leave a Reply