ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে বজ্রপাতে সানজিদা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা ওয়ারুক গ্রামের প্রবাসী আল আমিন মিয়ার স্ত্রী। জানা গেছে, ছয় মাসের ছুটি শেষে বৃহস্পতিবার (১ মে) সকালে আল আমিনের আবার প্রবাসে ফেরার কথা ছিল। তার বিদায় উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজনের উপস্থিতি ছিল।
বুধবার সন্ধ্যায় সবাইকে আপ্যায়নের পর সানজিদা বাড়ির আঙিনায় খড় আনতে গেলে আকস্মিকভাবে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আল আমিনের ভাবি আকলিমা বলেন, “আজ আমার দেবরের দুবাই ফিরে যাওয়ার কথা। সে উপলক্ষে সবাই বাড়িতে এসেছে। আত্মীয়-স্বজনকে আপ্যায়নের পর খড় আনতে গিয়ে বজ্রপাতে সানজিদা মারা যায়।”
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী বলেন, “ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য জেলা প্রশাসকের কাছে আর্থিক অনুদানের আবেদন করা হয়েছে।”
Leave a Reply