বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “শ্রমিকরাই নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর।”
শুক্রবার (২ মে) সকালে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “অতীতে শ্রমজীবী মানুষ বহু আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, অথচ রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার আজও স্বীকৃত হয়নি। শ্রমিকরা কেবল নিজেদের নয়, সমাজের সব শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে।”
এলওসিতে ভারতীয় আগ্রাসনের পাল্টা জবাব দিল পাকিস্তান, ধ্বংস একাধিক চেকপোস্ট
শিমুল বিশ্বাস আরও বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ৭ নভেম্বর, নব্বইয়ের ছাত্র-গণআন্দোলন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষের ভূমিকা ছিল অসামান্য। আজও সেই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার পথে শ্রমিকরাই প্রধান শক্তি।”
তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে শ্রমিকদের সমাবেশে নিজেকে ‘একজন শ্রমিক’ বলে ঘোষণা দিয়েছিলেন। তিনিই ছিলেন দেশের প্রথম শ্রমিকবান্ধব নেতা। তার উত্তরসূরি হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় শ্রমিকদের পাশে আছেন।
খালেদা জিয়াকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চলতি সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন।”
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply