আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে একটি সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একটি অজনপ্রিয় দল রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।
সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দীন পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলে, তারা আসলে দেশ ও জনগণের শত্রু।
শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনকে “নাটক” বলে উল্লেখ করে তিনি বলেন, “অপকর্মের আগে শেখ হাসিনা জনগণের দৃষ্টি ঘোরাতে এমন কৌশল অবলম্বন করতেন।”
তিনি আরও অভিযোগ করেন, ‘মানবিক করিডোর’ নামে সরকার বিশেষ মহলের স্বার্থ রক্ষা করছে এবং প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী লীগ ও জামায়াতপন্থীদের বসানো হচ্ছে। এ ইস্যুতে জামায়াত ও ইসলামী আন্দোলনের নীরবতা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।
Leave a Reply