বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ। তলিয়ে গেছে দ্বীপের বিস্তীর্ণ এলাকা, রাস্তাঘাট, এমনকি অনেক বাড়িঘরও। কোথাও দাঁড়ানোর জায়গা না থাকায় বন থেকে লোকালয়ে চলে এসেছে একটি হরিণ।
ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা ভূমি কর্মকর্তা
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বাবলু নামের এক স্থানীয় বাসিন্দা হরিণটির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, হরিণটি জোয়ারের পানিতে হেঁটে বেড়াচ্ছে। অনেকেই হরিণটি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।
জানা যায়, হরিণটি বন বিভাগের নিয়ন্ত্রণে থাকা। এটি নামার বাজার এলাকার বন বিভাগ কার্যালয়ের নিচে অবস্থান করে এবং পর্যটকদের সঙ্গে প্রায়শই ছবি তোলে। বনবিট কর্মকর্তা মো. সোহাগ জানান, হরিণটি এমন পরিস্থিতিতে অভ্যস্ত। পানি বাড়লে সে নিজে থেকেই উঁচু জায়গায় আশ্রয় নেয়, ফলে আলাদাভাবে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয় না।
এদিন সকাল থেকেই জোয়ারের পানি হাতিয়ার বিভিন্ন এলাকায় প্রবেশ করতে শুরু করে। দুপুরের পর পানির উচ্চতা আরও বেড়ে যায়। নিঝুম দ্বীপের নামার বাজার, বন্দরটিলা বাজারসহ বেশির ভাগ এলাকা পানির নিচে চলে যায়। রান্না বন্ধ হয়ে গেছে অনেক পরিবারের।
জিএম কাদেরের রংপুরের বাসায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ
দ্বীপের বাসিন্দা মো. জামসেদ উদ্দিন ও আমিরুল মোমিন বাবলু জানান, প্লাবনের কারণে দ্বীপবাসী চরম দুর্ভোগে পড়েছেন। তারা বিকেল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন।
Leave a Reply