মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধী, এতিম ও আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। এই সহায়তা প্রদান করা হবে শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে।
শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম, ভূমিহীন পরিবারের সন্তান, নদীভাঙনপীড়িত পরিবার, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তানরা এ সহায়তার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি আকাশসীমা নিষেধাজ্ঞায় বিপাকে বিমান সংস্থাগুলো
ভর্তির সময় শিক্ষার্থীদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে।
ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও সমমান শ্রেণিতে ভর্তি হওয়া অথবা বর্তমানে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২২ মে ২০২৫।
আগ্রহী শিক্ষার্থীদের https://www.eservice.pmeat.gov.bd/admission ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ওয়েবসাইটে ভর্তি সহায়তার জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রের ফরম ও আবেদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে।
Leave a Reply