মানিকগঞ্জ জেলার ৭টি বালুমহালের মধ্যে ৫টির ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোটি কোটি টাকার এই ইজারা প্রক্রিয়া ঘিরে একদিকে যেমন রাজস্ব আয়ের আশা তৈরি হয়েছে, অন্যদিকে কিছু প্রশ্নও উঠেছে দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিয়ে।
ধান কাটা শুরু,শ্রমিক সংকটে দিশেহারা কৃষক
জানা গেছে, যে ৫টি বালুমহালের ইজারা চূড়ান্ত হয়েছে, সেগুলো নিম্নরূপ:
রাহাতপুর বালুমহাল, দৌলতপুর – ইজারা মূল্য: ৭ কোটি ৫০ লাখ টাকা। ইজারাদার: মেসার্স প্রিন্স কনস্ট্রাকশন (প্রোপ্রাইটর মো. মোস্তাফিজুর রহমান)।
২৫ বছর প্যারালাইজড বড় ভাইয়ের পরিচয়ে ভাতা তুলে নিচ্ছেন ছোট ভাই!
তোওতা বালুমহাল, শিবালয় – ইজারা মূল্য: ২ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৬০ টাকা। ইজারাদার: মো. ইব্রাহিম মোল্লা (মেসার্স ইফতিয়ার এন্টারপ্রাইজ)।
চকরিয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের জুয়া খেলার ভিডিও ভাইরাল
তরা বালুমহাল, ঘিওর – ইজারা মূল্য: ৭ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। ইজারাদার: মো. কামাল হোসেন (মেসার্স রিজু এন্টারপ্রাইজ)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ — মোট ২৫টি পদে নিয়োগ
চামটা-পৌলী-বিল বরিয়াল বালুমহাল, মানিকগঞ্জ সদর – ইজারা মূল্য: ৩ কোটি ৪০ লাখ টাকা। একই ব্যক্তি ও প্রতিষ্ঠান।
যমুনার পানি বৃদ্ধি:চৌহালীতে শত শত বিঘা বাদামের ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে কৃষকরা
লেছড়াগঞ্জ বালুমহাল, হরিরামপুর – ইজারা মূল্য: ৫ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৩২ টাকা। ইজারাদার: মো. আলমগীর হোসেন (মিথিলা এন্টারপ্রাইজ)।
এনসিপি নেতার গাড়িতে হামলা,আহত হাসনাত আব্দুল্লাহ
তবে বেউথা-পৌলী বালুমহালের জন্য কোনো দরপত্র জমা না পড়ায় সেটি স্থগিত করা হয়েছে। অপরদিকে, শ্রীধরনগর বালুমহালের দরপত্র সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম হওয়ায় সেটি বাতিল করা হয়েছে।
কোরবানির চামড়ার ন্যায্য মূল্য ও সুষ্ঠু ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষজ্ঞদের মতে, ইজারা প্রক্রিয়ায় যদি এক বা দুটি প্রতিষ্ঠান একাধিক বালুমহাল পেয়ে যায়, তবে বাজারে একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারে। যেমন, মেসার্স রিজু এন্টারপ্রাইজ দুইটি বড় বালুমহালের ইজারা লাভ করেছে। এতে করে বালুর দাম ও সরবরাহের ওপর তারা কতটা প্রভাব ফেলবে, সেটি পর্যবেক্ষণযোগ্য।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক
স্থগিত ও বাতিল হওয়া দুটি বালুমহালের জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো ৮ মে থেকে ১৩ মে পর্যন্ত বিভাগীয় কমিশনার (ঢাকা), জেলা প্রশাসক (মানিকগঞ্জ), এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে দরপত্র ফরম সংগ্রহ করতে পারবে। দরপত্র দাখিলের শেষ তারিখ ১৪ মে এবং তা খোলা হবে ১৫ মে।
রৌমারীতে ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
স্থানীয় বাসিন্দা ও পরিবহন ব্যবসায়ীদের মতে, প্রতিটি মৌসুমেই ইজারার পর নানা অভিযোগ ওঠে—অতিরিক্ত বালু উত্তোলন, নদীভাঙন, অননুমোদিত ট্রান্সপোর্ট, এমনকি স্থানীয় রাস্তা নষ্ট হয়ে যাওয়ার মতো অভিযোগও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এবার এসব বিষয়ে কড়া নজরদারির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
Leave a Reply