যশোর শহরের সার্কিট হাউস–সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছয়তলার বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সাময়িক বরখাস্ত
নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের প্রকৌশলী আজিজুর রহমান (৩৫) এবং নির্মাণশ্রমিক মো. নুরু (৩০)।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছয়তলার বারান্দা ধসে তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএস প্রশাসন ক্যাডার উল্লাস পাল
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ভবনটি যশোর পৌরসভার অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছিল। তারা আরও বলেন, নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা ছিল না বললেই চলে।
Leave a Reply