কর্ণফুলী নদীর তীরঘেঁষা চট্টগ্রামের ফিশারি ঘাটে আজ বুধবার (২ জুলাই) সকালে দেখা গেছে মাছের সরবরাহ কম, কিন্তু ক্রেতার ভিড় বেশি। বিশেষ করে ইলিশসহ বড় আকারের মাছ তেমন দেখা যায়নি বাজারে।
দেশীয় প্রযুক্তিতে মিনি জিপ তৈরি করলেন সিলেটের জাহাঙ্গীর
আড়তদার ও জেলেরা জানিয়েছেন, কয়েক দিন ধরে সমুদ্রের আবহাওয়া অনুকূলে না থাকায় মাছ ধরা যাচ্ছে না। ফলে জেলেরা সাগরে যেতে পারছেন না, আর বাজারে সরবরাহ কমছে।
আড়তদারদের ভাষ্য, ছোট মাছ কিছুটা এলেও বড় মাছ একেবারেই হাতে গোনা। এতে করে বাজারে চাহিদা বেশি থাকলেও জোগান কম হওয়ায় দামের ওপর প্রভাব পড়ছে।
মাছ বিক্রেতা আমজাদ হোসেন বলেন,
> “গত কয়েক দিন ধরে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা। তাই মাছ কম। তবে আশা করা যাচ্ছে, আবহাওয়া ভালো থাকলে সামনে মাছের পরিমাণ বাড়বে। আপাতত বাজারে দাম একটু বাড়তি।”
মাছপ্রেমী ক্রেতারা জানান, ইলিশের মৌসুম হলেও বাজারে ইলিশের দেখা নেই বললেই চলে। অনেকে নিরাশ হয়ে ফিরেও যাচ্ছেন।
দেশে ভারি বর্ষণের আভাস দিল আবহাওয়া অফিস
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক দিন আবহাওয়া অনুকূলে থাকলে জেলেরা আবার সাগরে নামবেন এবং বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।
Leave a Reply