মহান মে দিবস ২০২৫ এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মো:মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও আজকের দিনের অন্যতম দাবি।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা এবং জনপ্রতিনিধিগণ। বক্তারা শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার রক্ষায় মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন হিসেবে মে দিবস পালনের পাশাপাশি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এই দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Leave a Reply