ঢাকার পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১২টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাঁচ লাখ সেনা মোতায়েনের মধ্যেও নিরাপত্তা ভেদ, উঠছে ‘ফলস ফ্ল্যাগ’ প্রশ্ন
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানাতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Leave a Reply