মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা বাজারে আজ (১৩ মে) মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, ওজনে কম দেওয়া, অপরিষ্কার ও দূষিত পানি ব্যবহার, এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার মতো বিভিন্ন অপরাধে চারটি মিষ্টির দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ অন্যান্য প্রযোজ্য আইনে মোট ৪৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার । নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান, প্রশাসনের এ কর্মকর্তা।
Leave a Reply