বগুড়ার শেরপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামিদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য এক কলেজছাত্রীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুণীর বাবা এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার (১২ মে) শেরপুর থানায় তিনি এ মামলা দায়ের করেন।
ভুক্তভোগী তরুণী আতিয়া খাতুন (১৮) উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি গ্রামের আমান উল্ল্যাহর মেয়ে। তিনি শেরপুর উপজেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলায় অভিযুক্তরা হলেন—মাহমুদুল হাসান সাব্বির (২১), মোছা. রিক্তা (৪৫), মো. রনি (২৫), মো. রাকিব (১৮), মো. আকাশ (১৮), মোছা. স্বপ্না (৩৫), মো. শামিম (৪০) এবং জরিনা বেগম (৬০)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ওসি জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply