মানিকগঞ্জের শিবালয়ের বোয়ালী এলাকায় অগ্নিকাণ্ডে একটি গাভিন গরু ও একটি ষাড় বাছুর পুড়ে মারা যাওয়ার খবর প্রকাশ করে মুক্তাঙ্গন নিউজ ২৪। সংবাদ প্রকাশের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রজ্জব আলীর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা নগদ এবং ৫ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী—চাল, ডাল ইত্যাদি—তুলে দেন তিনি।
উল্লেখ্য,বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বোয়ালী এলাকার মৃত সৈয়দ মল্লিকের ছেলে রজ্জব আলীর বসতবাড়ির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
এই ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply