রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় আজ (বৃহস্পতিবার, ২৯ মে) হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হননি আলোচিত মডেল মেঘনা আলম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। একইসঙ্গে মেঘনার ব্যক্তিগত হাজিরাও নির্ধারিত ছিল।
“নির্বাচিত সরকার থাকলে আহতদের চিকিৎসায় অবহেলা হতো না”—শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
মেঘনার আইনজীবী অ্যাডভোকেট মহসিন রেজা পলাশ আদালতে সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ হিসেবে আগামী ২৯ জুলাই নির্ধারণ করেন এবং ওই সময় পর্যন্ত মেঘনার জামিন বহাল রাখেন।
ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ওই আটকাদেশ বাতিল করা হয়। এরপর ১৭ এপ্রিল ধানমন্ডি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ২৮ এপ্রিল আদালত তার জামিন মঞ্জুর করেন। ২৯ এপ্রিল তিনি কারামুক্ত হন।
হাতিয়ায় বৈরী আবহাওয়া:নৌ যোগাযোগ বন্ধ,চরম দুর্ভোগে সাধারণ মানুষ
মামলার এজাহারে বলা হয়, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সুন্দরী নারীদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এরপর গোপনে ধারণ করা ছবি ও ভিডিওর মাধ্যমে সম্মানহানির ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করত বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply