দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পাওয়ান কল্যাণ অভিনীত বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘উস্তাদ ভগত সিং’-এর শুটিং শিগগিরই পুনরায় শুরু হতে যাচ্ছে। এ সিনেমায় নতুন করে যুক্ত হয়েছেন আরেক দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। এই প্রথমবার পাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি, যদিও বয়সে এই অভিনেতার চেয়ে ৩০ বছরের ছোট শ্রীলীলা।
জাপানে বাংলাদেশি শ্রমিকের চাহিদা
ভারতীয় গণমাধ্যমে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শ্রীলীলা বর্তমানে ‘উস্তাদ ভগত সিং’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ১০ জুন থেকে শুরু হয়ে টানা এক মাস চলবে শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন হরীশ শঙ্কর। দর্শকদের মাঝে এরই মধ্যে সিনেমাটি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল।
‘উস্তাদ ভগত সিং’ মূলত থালাপতি বিজয় অভিনীত তামিল ছবি ‘থেরি’-র অফিসিয়াল তেলেগু রিমেক। সিনেমাটিতে এক প্রাক্তন আইপিএস অফিসারের গল্প দেখানো হবে, যিনি তার মেয়েকে নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ অতীতের শত্রুরা ফিরে এলে, মেয়েকে রক্ষার জন্য আবারও লড়াইয়ে নামতে হয় তাকে।
বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস
অন্যদিকে, পাওয়ান কল্যাণকে খুব শিগগিরই বড় পর্দায় দেখা যাবে ‘হরি হরা বীর মাল্লু’ ছবিতে। কৃষ জাগারলামুডি ও এ এম জ্যোতি কৃষ্ণা পরিচালিত এই ঐতিহাসিক অ্যাকশনধর্মী ছবিটি মুক্তি পাবে ১২ জুন। এতে পাওয়ানের পাশাপাশি দেখা যাবে ববি দেওল, নিধি আগরওয়াল, নারগিস ফখরি ও নোরা ফতেহির মতো তারকাদের।
এদিকে, শ্রীলীলাও ব্যস্ত সময় পার করছেন একাধিক বড় প্রজেক্ট নিয়ে। তার আসন্ন ছবিগুলোর মধ্যে রয়েছে ‘জুনিয়র’, ‘ম্যাস যাত্রা’ এবং হিন্দি সিনেমা ‘আশিকি ৩’।
Leave a Reply