বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি গত ১৭ বছর ধরে গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। অথচ এখন উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে বিভিন্ন দেশের ‘এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রথম টি-টোয়েন্টিতে সালমান আগার ঝলক,২০২ রানের টার্গের বাংলাদেশের
তিনি অভিযোগ করেন, “গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলার কারণেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা কেবল একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ চেয়েছি, কারও পদত্যাগ নয়। কিন্তু এটিকেও নাটক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যদি এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলনে নামতে বাধ্য হয়, তবে তা হবে ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়।”
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তারা এক সময় রক্ষীবাহিনী, আবার কখনও রাষ্ট্রীয় সন্ত্রাস ও ছাত্রলীগ-যুবলীগের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে।”
বক্তব্যের শেষদিকে সালাহউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবি জানান।
Leave a Reply