সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা ট্যাকেরঘাট নিলাদ্রী লেকের পাড়ে রাহবার লাক্সারি হাউজবোটের একটি বোটে এ অগ্নিকাণ্ড ঘটে।
কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানীর পদত্যাগ
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আবির দাস। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বোটের জেনারেটর সিস্টেম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বোটটিতে ১২ জন যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, হঠাৎ দূরে থাকা হাউজবোটে আগুন জ্বলতে দেখে তারা ছুটে যান। তবে ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুরো বোটটি পুড়ে ছারখার হয়ে যায়। এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।
হাউজবোট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতাউর ইসতি জানান, রাহবার লাক্সারি হাউজবোটটি অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের আওতাভুক্ত নয় এবং তারা অন্য এলাকা থেকে এসেছে।
হাতিয়ায় চাঁদা না পেয়ে কোরবানির পশু ব্যবসায়ীর হাত কেটে দেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে
এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
Leave a Reply