জনপ্রিয় চিত্রনায়িকা তানিন রহমান সুবহা মারা গেছেন। রোববার (৮ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরিচা-পাটুরিয়া ঘাটে ৫ বাস ও ১ লঞ্চকে জরিমানা
চলতি জুন মাসের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবহা। প্রাথমিকভাবে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরলেও সন্ধ্যায় ফের অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ধানমন্ডির একটি অন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায়ও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
যমুনায় ভেসে উঠলো অজ্ঞাত যুবকের মরদেহ
দুই দশকের বেশি সময় ধরে শোবিজে সক্রিয় ছিলেন তানিন রহমান সুবহা। বিজ্ঞাপনচিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করে নাটক ও সিনেমায় অভিনয় করেন তিনি। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন এবং পরে নাটকে ব্যস্ত হয়ে পড়েন। অভিনয়ের পাশাপাশি পার্লার ব্যবসাতেও যুক্ত ছিলেন তিনি।
Leave a Reply