যাযাবর
মো:সোহেল রানা
আমি যাযাবর, চলি নির্জন পথে,
আবেগে ডুবে যাই অজানার রথে।
কখনো মেঘে, কখনো তারায়,
ভেসে বেড়াই একা, রাত জাগায়।
ক্লান্ত এ মন খোঁজে নিরালা,
ভালোবাসা মাখা এক চিরচেনা জ্বালা।
আধারে হারাই, আলোয় ফিরি,
ভেতরেই বাজে এক অতল বীণার তরি।
তবু হারায় না সে, যে একজন,
মনে আঁকা তার পায়ের স্পন্দন।
চুলে তার সূর্য, চোখে সমুদ্র,
হৃদয় আমার তারই অস্ত্রপুঞ্জ।
গদ্যে লিখি, পদ্যে বলি,
নীরব প্রেমে শব্দ গলি।
তাকে নিয়েই চিত্র আঁকি,
সে জানে না, আমি কতটা বাকি।
সে বলেছে, “উত্তর দেবো সামনে দাঁড়িয়ে,”
আমি কবিতায় তাই দিন গুনি পায়ে পায়ে।
যতদিন না বলে সে একটুখানি হ্যাঁ,
ততদিন আমি কেবল যাযাবরই থাকি যেন চিরতা।
Leave a Reply