বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের দেশমা গ্রামে রাতের আঁধারে সরকারি রাস্তার পাশের ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
ঝিটকা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত ৩ দোকান
মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে দেশমা গ্রামের ভাদাই সেতুর পূর্ব ও পশ্চিম পাশের নির্জন এলাকা থেকে প্রায় ৯টি পুরনো ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়া হয়। স্থানীয় এক ব্যক্তি মোবাইলে গাছ কাটার দৃশ্য ধারণ করেন। টর্চলাইটের আলোতে গাছগুলো কেটে, পরে সেগুলো আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়। এসব গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
কাটা গাছগুলোর কিছু অংশ পাওয়া গেছে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকার বাবলু রহমানের মালিকানাধীন একটি ফার্নিচার ও স’ মিলে। বিষয়টি জানতে চাইলে বাবলু রহমান জানান, “সাইফুল ইসলাম কিছু গাছ আমার মিলে রেখেছে। তবে কোথা থেকে এনেছে তা আমি জানি না।”
সাইফুল ইসলামের কাছে সরাসরি জানতে চাইলে তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, “গাছগুলো আমার খুব প্রয়োজন ছিল, তাই কেটেছি। এটা আমার ভুল হয়েছে।”
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালে পুনরায় করোনা পরীক্ষা শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, “রাস্তার গাছ কাটার বিষয়ে এখনো অবগত নই। তবে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply