ইসরায়েল-ইরান চলমান সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব এখন ‘বিপর্যয়ের মাত্র কয়েক মিলিমিটার দূরে’ দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা উচ্চারণ করেন।
হাইফা খালি করার সতর্কবার্তা ইরানের, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা
তিনি বলেন, “ইসরায়েল ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর যেভাবে হামলা চালাচ্ছে, তা ভয়ংকর ও রাক্ষুসে এক খেলা। এ সংঘাতের পরিণতি হতে পারে ভয়াবহ, যদিও তা অনুমানযোগ্য।”
সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে জাখারোভা বলেন, “পরিস্থিতি জটিল হলেও, এখনো কূটনীতির মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। শান্তিপূর্ণ পথই একমাত্র গ্রহণযোগ্য বিকল্প।”
এদিকে, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কতা দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সহায়তা দেয়, তা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে।” রিয়াবকভ জানান, মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরান—উভয় দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছে।
সংঘাতের দ্রুত সমাধান চেয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, রাশিয়া প্রয়োজনে সংকট নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। রুশ বার্তা সংস্থা তাস জানায়, আলোচনায় উভয় নেতা চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ,উত্তীর্ণ ৬ হাজার ৫৫৮ জন
বিশ্লেষকদের মতে, এ মুহূর্তে যেকোনো পক্ষের উস্কানিমূলক বা অবিবেচনাপ্রসূত পদক্ষেপ বিশ্বকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ফলে, আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাই এখন সর্বোত্তম ও একমাত্র পথ।
Leave a Reply