
চট্টগ্রামের হালিশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয়েছে তিন বছর বয়সী এক শিশু। বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ,যান চলাচল বন্ধ
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, স্থানীয়দের সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় খোলা নালা বা খালের ওপর ঢাকনা না থাকায় বারবার ঘটছে দুর্ঘটনা। এর আগেও এমন ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ।
২০২৪ সালের ১৮ এপ্রিল নগরীর এক সড়কে রিকশা থেকে ছিটকে পড়ে এক নারী ও তার কোলে থাকা ছয় মাসের শিশু খোলা নালায় পড়ে যায়। দুই নারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও শিশুটিকে জীবিত পাওয়া যায়নি। পরদিন তার মরদেহ উদ্ধার হয় চাক্তাই খাল থেকে।
মানিকনগরে গুলিবিদ্ধ হয়ে শহীদ মিজানুর:স্ত্রী-সন্তানের চোখে অন্ধকার
তবে সবচেয়ে আলোচিত ঘটনা ২০২১ সালের ২৫ আগস্ট, যখন বৃষ্টির মধ্যে মুরাদপুর মোড়ে নালায় পড়ে নিখোঁজ হন এক সবজি বিক্রেতা। দীর্ঘ উদ্ধার অভিযানের পরেও মেলেনি তার সন্ধান। একই বছরের সেপ্টেম্বরে আগ্রাবাদ এলাকায় হেঁটে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া উন্মুক্ত নালায় পড়ে মারা যান। আর ডিসেম্বরে ষোলশহর এলাকায় তিন বছরের শিশু কামাল পড়ে যায় নালায়; তিন দিন পর তার লাশ উদ্ধার হয় মুরাদপুর এলাকা থেকে।
নগরবাসীর প্রশ্ন—কখন মিলবে স্থায়ী সমাধান?
Leave a Reply