দিনাজপুর জেলার বিখ্যাত বেদানা লিচু এবার ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। অপূর্ব স্বাদ, পাতলা খোসা, রসালো শাঁস ও ছোট বীজের জন্য খ্যাত এই লিচু সরকারিভাবে জিআই তালিকাভুক্ত হলো।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম দিনাজপুরের পক্ষে জিআই সনদ গ্রহণ করেন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প সচিব ওবায়দুর রহমানসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ।
সেখানে জানানো হয়, এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। এবার নতুন করে ২৪টি পণ্য তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে—
দিনাজপুরের বেদানা লিচু, সুন্দরবনের মধু, মাগুরার হাজরাপুরী লিচু, ভোলার মহিষের দুধের দই, সিলেটের মণিপুরি শাড়ি, সিরাজগঞ্জের গামছা প্রভৃতি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাফর ইকবাল জানান, এ স্বীকৃতি জেলার কৃষকদের জন্য গর্বের বিষয়। লিচু চাষে আগ্রহ বাড়াতে কৃষি বিভাগ চাষিদের সহযোগিতা করবে। তিনি জানান, রপ্তানির লক্ষ্যে তিন গুণ বেশি বেদানা লিচু উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
Leave a Reply