সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির ফলে শত শত বিঘা বাদামের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা অপরিপক্ব বাদাম তুলে লোকসান সামলানোর চেষ্টা করছেন।
উপজেলার স্থল ইউনিয়নের সন্তোষা চরে সরেজমিনে দেখা গেছে, পানিতে কোমরভাসা অবস্থায় চাষিরা অপরিপক্ব বাদাম তুলছেন। চরের নিচু জমিগুলো তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
চৌহালী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সন্তোষা, কোচগ্রাম, বসন্তপুর, তেঘুরি, স্থলচর, লাঙ্গলমুড়া, দত্তকান্দি, ঘোড়জান ও ঘুশুরিয়াসহ প্রায় ২১শ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছিল। কয়েক দিনের মধ্যে ফসল ঘরে তোলার প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ পানি বৃদ্ধিতে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রায় ২০০ হেক্টর জমির ১৯০০ মণ বাদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কৃষক আবুশামা, লোকমান হোসেন, ছানোয়ার হোসেন ও মোসছেদ আলীরা জানান, বিগত বছরগুলোর ভালো ফলনের আশায় এবার বেশি জমিতে চাষ করলেও আকস্মিক জোয়ার তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে।
এনায়েতপুরের নদীতীরবর্তী এলাকায় গিয়ে দেখা গেছে, বাদাম তুলে নারী-শিশুদের সহায়তায় নদীর পাড়ে তা ছাড়ানো ও শুকানোর কাজ চলছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
দুই পরাশক্তি গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের পেছনে
সন্তোষা গ্রামের ইউপি সদস্য হাসান আলী বলেন, “কৃষকদের স্বপ্ন পানিতে তলিয়ে গেছে। বাদামক্ষেত নষ্ট হয়ে অনেক পরিবার লোকসানে পড়েছে। তাদের সরকারিভাবে সহায়তা প্রয়োজন।”
চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। বিশেষ প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Leave a Reply