ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফুর রহমান একই গ্রামের ভুবন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জসীম উদ্দিন
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে আলতাফুর রহমান বাড়ির পাশে মাঠে ধান কাটছিলেন। হঠাৎ করে আকাশে মেঘ জমে এবং বিদ্যুৎ চমকাতে শুরু করে। এ সময় তিনি মাথায় ধানের বোঝা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে তার মাথা ও শরীরের কিছু অংশ ঝলসে যায়।
Leave a Reply