সাংবাদিকতা একটি মহান পেশা, যেখানে দায়িত্বশীলতা, সততা ও নিরপেক্ষতা অগ্রাধিকার পায়। একজন পেশাদার সাংবাদিক কেবল তথ্য সংগ্রহ ও প্রকাশেই সীমাবদ্ধ নন, বরং সমাজের দর্পণ হিসেবেও কাজ করেন। এ কারণেই একজন সাংবাদিকের মধ্যে কিছু মৌলিক ও আদর্শ বৈশিষ্ট্য থাকা অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইসরায়েলের আকাশসীমায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আইডিএফের দাবি—আকাশেই ধ্বংস
প্রথমত, সত্যনিষ্ঠা একজন সাংবাদিকের প্রধান বৈশিষ্ট্য। যেকোনো খবর প্রচারের আগে তথ্য যাচাই করা এবং গুজব এড়িয়ে চলাই একজন পেশাদার সাংবাদিকের দায়িত্ব।
দ্বিতীয়ত, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা সাংবাদিকতার অন্যতম নীতি। ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্ব যেন কোনোভাবেই সংবাদে প্রভাব না ফেলে, সে ব্যাপারে সচেতন থাকেন একজন দক্ষ সংবাদকর্মী।
তৃতীয়ত, সাহস ও দায়িত্ববোধ। দুর্নীতি, অনিয়ম কিংবা ক্ষমতাধর মহলের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করতে হলে সাহস লাগে। এই সাহস এবং সমাজের প্রতি দায়বদ্ধতা একজন প্রকৃত সাংবাদিককে আলাদা করে তোলে।
চতুর্থত, ভাষার দক্ষতা ও উপস্থাপনার নান্দনিকতা। স্পষ্ট, সংবেদনশীল ও প্রাঞ্জল ভাষায় সংবাদ উপস্থাপন একজন সাংবাদিকের পাঠকের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের এক গবেষণা মতে, দেশের ৬৫% অভিজ্ঞ সাংবাদিক মনে করেন, বর্তমানে সাংবাদিকতায় সবচেয়ে বেশি প্রয়োজন পেশাগত মানোন্নয়ন ও নৈতিক শিক্ষার বিস্তার।
প্রবীণ সাংবাদিক রফিকুল আলম বলেন, “আজকের তরুণ সাংবাদিকদের শুধু খবর সংগ্রহ করলেই চলবে না, বরং তাকে বিশ্লেষণ করার ক্ষমতাও থাকতে হবে। পাশাপাশি, একজন পেশাদার সাংবাদিক কখনোই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করেন না।”
নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার
একজন পেশাদার সাংবাদিকের বৈশিষ্ট্য কেবল তার কাজ নয়, তার নৈতিকতা, দায়িত্ববোধ ও সাহসিকতায় প্রতিফলিত হয়।
Leave a Reply