গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দম্পতি আনোয়ার (৩০) ও শারমিন (২৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে চাঁপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীতে আলোচনা সভা ও খাবার বিতরণ
নিহত আনোয়ার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে। স্বামী-স্ত্রী দুজনেই ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন এবং ঈদের ছুটিতে নিজ গ্রামের উদ্দেশে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত মহাসড়কের মাঝখানে স্থাপিত রাবারের রোড ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা রাবারের রোড ডিভাইডার অপসারণের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা হাফিজ মিয়া বলেন, “চাঁপড়ীগঞ্জ এলাকায় সড়কের মাঝখানে অপ্রয়োজনে এই রোড ডিভাইডার বসানো হয়েছে। এর আগেও চার-পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। আজ স্বামী-স্ত্রী দুজনেই প্রাণ হারালেন। দ্রুত এই ডিভাইডার সরাতে হবে, না হলে আরও প্রাণহানি ঘটবে।”
খালেদা জিয়া গ্রহণ করেননি”কালো মানিক”কোরবানির নির্দেশ নিজ এলাকায়
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply