মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে এক অন্তঃসত্ত্বা নারী ও এক শিশু নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি।
সরকার পতনের আগেই আত্মীয়দের ‘বিশেষ বার্তা’দিয়েছিলেন শেখ হাসিনা
বুধবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুছ আলী সেকের বাড়ির পেছনের যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন—বাচামারা পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল বয়াতীর মেয়ে বর্ষা খাতুন (২০), যিনি অন্তঃসত্ত্বা ছিলেন, ও একই গ্রামের মো. রাহেজ বয়াতীর মেয়ে লামিয়া খাতুন (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়জন নারী-শিশু মিলে নদীতে গোসল করতে নামেন। হঠাৎ নদীর প্রবল স্রোতে তারা ডুবে যেতে থাকেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ রয়েছেন।
বাচামারা ইউনিয়ন যুবদল নেতা মো. জাহিদ বাবু জানান, ‘দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন। পরে শিবালয়ের আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে ডুবুরি দল এসে দুই ঘণ্টা অভিযান চালায়। তবে সন্ধ্যা নামা ও নদীর স্রোত প্রবল হওয়ায় উদ্ধার কাজ ব্যর্থ হয়।’
চার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা, ঘটনাস্থলেই নিহত পাঁচজন
আরিচা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চারজন ডুবুরি ঘটনাস্থলে প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালান। সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে।’
Leave a Reply