ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সর্ববৃহৎ সামরিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ‘অর্থহীন’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে তেহরান।
সিংড়ার সরিষা-বিল এখন পানির নিচে, দিশেহারা শত শত কৃষক
শনিবার (১৪ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করছে, যা এই সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি একদিকে ইরানের ওপর হামলার অনুমতি দিয়ে, অন্যদিকে আলোচনার দাবি করতে পারেন না।”
তিনি আরও জানান, “রোববারের আলোচনায় আমরা অংশ নেব কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।”
ইসরায়েলের সর্বশেষ হামলার ফলে যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক প্রচেষ্টা বড়ভাবে ব্যাহত হয়েছে বলেও মন্তব্য করেন বাঘাই। তার দাবি, ওয়াশিংটনের সম্মতি ছাড়া এমন হামলা সম্ভব ছিল না, ফলে কার্যত মার্কিন প্রশাসন এ হামলায় ইসরায়েলকে সমর্থন দিয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানপন্থি বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে—ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী কয়েক ঘণ্টার মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এমন সম্ভাবনাকে অনেক বিশ্লেষক উড়িয়ে দিচ্ছেন না।
এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনো যৌক্তিক। তবে ইসরায়েলি হামলার পর সেই আলোচনা অনিশ্চয়তায় পড়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন।
ইসরায়েলি হামলায় ইরানের ৯ পরমাণু বিজ্ঞানী নিহত: তিনজনের পরিচয় প্রকাশ
হামলার জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এখন পর্যন্ত ওই হামলায় তিনজন নিহত এবং অন্তত ৮০ জন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে তেলআবিব। আতঙ্কে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যান।
Leave a Reply