বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
দড়িতে বাঁধা অসহায় মেছোবাঘ, বন বিভাগ ও পরিবেশকর্মীদের হস্তক্ষেপে প্রাণে বাঁচল
শুক্রবার (২০ জুন) বিকেলে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাদের অংশগ্রহণে ৪৪টি নিমগাছ রোপণ করা হয়। পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
বৃক্ষরোপণ শেষে ডা. আউয়াল বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদের জনক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ১৯৭৭ সালে তাঁর সৌজন্যে আরাফাতের ময়দানে যে নিমগাছ রোপণ করা হয়েছিল, তা আজও সৌদি আরবে শীতল সুবাতাস বইয়ে দিচ্ছে। তেমনি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বাকশাল থেকে গণতন্ত্রে উত্তরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
তিনি আরও বলেন, “১৯৮১ সালের ২ জুন তাঁর জানাজায় প্রায় ২০ লাখ মানুষ অংশ নেয়। পৃথিবীর ইতিহাসে খুব কম নেতার মৃত্যুর পর এত মানুষ শ্রদ্ধা জানিয়েছে। এমন জীবন গড়েছেন তিনি—যেখানে তাঁর মৃত্যুতেও কেঁদেছে সমগ্র জাতি।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান একজন কিংবদন্তি। তাঁকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
বিএনপি সততার দিক দিয়ে এক নম্বর :আব্দুস সালাম
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জন ডা. মো. শরীফুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মামুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের ডা. তারেক সালাম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা. মমি আনসারি, ডা. সাব্বির, ডা. মুশফিক, ইলিয়াস কাঞ্চন, প্রলয়, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, মহিউদ্দিন মাহি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রুবেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের শিহাব, সিফাত, ইফাত, মহসিনসহ আরও অনেকে।
Leave a Reply