বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বুধবার (২৫ জুন) বেলা তিনটায় মৃৎশিল্প কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের খ্যাতিমান শিল্পী আব্দুস সাত্তার।
পর্যায়ক্রমে নৌ-রুটে যুক্ত হবে ৬টি নতুন ফেরি:নৌ-পরিবহন উপদেষ্টা
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন কর্মশালার কোর্স সমন্বয়কারী এবং একাডেমির প্রশিক্ষণ বিভাগের জ্যেষ্ঠ প্রশিক্ষক আইরিন পারভীন, চারুকলা বিভাগের উপপরিচালক প্রদ্যোত কুমার দাস এবং প্রশিক্ষক দেবাশীষ পাল ও অসীম হালদার।
একইদিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বিষয়ভিত্তিক তিনটি প্রশিক্ষণ ও প্রদর্শনী। একাডেমির প্রশিক্ষণ ও চারুকলা বিভাগ যৌথভাবে এ আয়োজন করেছে।
আইনের মারপ্যাঁচে পুঁজিবাজারের অবস্থান
আয়োজক সূত্রে জানা যায়, শিল্প ও নান্দনিকতার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো, শিল্পভাবনা ও লেখার উৎকর্ষ সাধন এবং শিল্পের পরিভাষা বিষয়ে গভীর অনুধাবনের লক্ষ্যেই এই অ্যাপ্রিসিয়েশন কোর্স ও কর্মশালার আয়োজন করা হয়েছে।
Leave a Reply